• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ০২:২৮ পিএম
ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর মালিবাগ এলাকায় ট্রেনের ধাক্কায় হাসিবুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) রাতে মালিবাগ রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

হাসিবুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মাসুম বলেন, “মালিবাগ রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। তার মাথায় আঘাত লাগে। পরে হাসিবুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

মাসুম আরো বলেন, “ওই যুবকের কাছে একটি আইডি কার্ড পাওয়া যায়। তাতে দেখা যায় ইবনে সিনা হাসপাতালের ইলেকট্রিশিয়ান তিনি।”

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, “মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।”

বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
 

Link copied!