• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ট্রেনের ধাক্কায় সবজি বিক্রেতার মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ০২:৪২ পিএম
ট্রেনের ধাক্কায় সবজি বিক্রেতার মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মহরম আলী (৬৫) নামে এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। 

সোমবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় নাখালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের জামাতা মাছুম বলেন, “আমার শ্বশুর ভ্যানে করে কাঁচামাল বিক্রি করতেন। আজ সকালে নাখালপাড়া এলাকার হোসেন স্কুলের সামনের রেল লাইন পার হওয়ার জন্য দাঁড়িয়েছিলেন তিনি। এ সময় ট্রেনের ধাক্কায় মহরম আলী গুরুতর আহত হন। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাছুম আরো বলেন, “মহরম আলী নাখালপাড়া হোসেন আলী স্কুলের পাশে ১৫৪/১ নম্বর বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার সদাগরকান্দি গ্রামে।”

এ বিষয়ে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই আব্দুল্লাহ খান বলেন, “মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।”

Link copied!