• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ১১:০৪ এএম
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান (২৪) নামে এক যুবক নিহত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের চাচাতো ভাই রাফিন বলেন, “আমরা মধ্য বাড্ডা বাঁশতলা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের কাজ করি। মেহেদী হাসান তার দুলাভাইয়ের সঙ্গে দেখা করার জন্য বাসা থেকে বের হন। তার সঙ্গে তার দুই বন্ধু সাগর ও রাব্বি ছিলেন। আমরা তাদের বন্ধুর কাছ থেকে জানতে পারি বিমানবন্দর এলাকায় গেলে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে বাড্ডা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!