• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ট্রেনে কাটা পড়ে দুই পা হারানো নারী মারা গেছেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০৮:৫১ পিএম
ট্রেনে কাটা পড়ে দুই পা হারানো নারী মারা গেছেন
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হওয়া অজ্ঞাতপরিচয় (৩০) নারী মারা গেছেন।

রোববার (৬ মার্চ) রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তাকে শেরেবাংলা নগর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফের ঢামেকে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান বলেন, “দুপুর আড়াইটার দিকে খিলগাঁও রেলগেট এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে এক নারীর দুই পা বিচ্ছিন্ন হয়েছে। হৃদয় নামের এক পথচারীর সহযোগিতায় তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!