• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০৫:৪৬ পিএম
ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এলাহী বক্স আব্দুল্লাহ (৫২) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) মালিবাগ বাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল্লাহ কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা। তিনি চার সন্তান ও স্ত্রীকে নিয়ে বর্তমানে মালিবাগ এলাকার একটি মাদরাসার কোয়াটারে থাকতেন বলে জানা গেছে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মালিবাগ রেলগেট এলাকায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ। নিহত ওই এলাকার একটি মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। 

তবে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!