• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

জয়পুরহাটে যুবদলের বিক্ষোভ


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: মে ২৮, ২০২২, ০৩:৪২ পিএম
জয়পুরহাটে যুবদলের বিক্ষোভ

খালেদা জিয়াকে হত্যার হুমকি ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।

শনিবার (২৮ মে) বেলা ১২টার দিকে চিনিকল সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম।

এ সময় নেতারা বলেন, বর্তমানে ছাত্রলীগের কর্মীরা যেভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে, এতে বোঝা যায় এটা বিরোধী পক্ষের রাজনীতি নিঃশেষ করার পাঁয়তারা। অন্যদিকে খালেদা জিয়াকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক। যুবদল এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!