• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জেএমবির সক্রিয় সদস্য গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০২:৫৮ পিএম
জেএমবির সক্রিয় সদস্য গ্রেপ্তার
প্রতীকী ছবি

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য মো. ওয়াহিদুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। তিনি জেএমবির দিনাজপুর ও নীলফামারী জেলার দাওয়াহ শাখার প্রধান ছিলেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ঢাকার গাবতলী আরিচা হাইওয়ের একটি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিটের (এটিইউ) সদস্যরা।

পুলিশ জানায়, শিক্ষকতার আড়ালে ওয়াহিদুল দিনাজপুর ও নীলফামারী জেলার জেএমবির দাওয়াহ শাখার অন্যতম প্রধান হিসেবে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।  

এটিইউর সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদা পারভীন জানান, গত ৪ ডিসেম্বর নীলফামারী থেকে জেএমবির পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নীলফামারী থেকে জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

এরই ধারাবাহিকতায় দিনাজপুর ও নীলফামারী জেলার দাওয়াহ বিভাগের অন্যতম প্রধান হাফেজ ওয়াহিদুল ইসলামকে গাবতলী থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

Link copied!