আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের মেয়র পদ থাকবে কিনা, তা দুই একদিনের মধ্যে জানা যাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
সোমবার (২২ নভেম্বর) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
মো. তাজুল ইসলাম বলেন, “গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের বিষয়ে আইন পর্যালোচনা করা হচ্ছে, আরও দুই-একদিন সময় লাগবে। তারপরই বলা যাবে যে ওনার অবস্থান কী হবে। আইনগত দিক দেখার আগে এখনই বলা যাচ্ছে না তার বিষয় কী সিদ্ধান্ত নেওয়া হবে।”
এ সময় মন্ত্রী আরও জানান, জেলা পরিষদ আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়ররা জেলা পরিষদের সদস্য হবেন।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার দায়ে মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। শুক্রবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কার্যনির্বাহী কমিটির সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াও হতে পারে। তিনি বঙ্গবন্ধু এবং আমাদের ইতিহাসকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন। এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হবে, এরপর মন্ত্রণালয় আইনগত ব্যবস্থা নেবে।”
সেতুমন্ত্রী আরও বলেন, “বৈঠকে সবাই তার (জাহাঙ্গীর আলম) কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পক্ষে মত দেন। সভাপতি সবার মতামত শুনেছেন। সেই আলোকে তাকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে এবং প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।”
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন জাহাঙ্গীর।
ঘরোয়া আলোচনায় মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির ভিডিও ফেসবুকে ফাঁসের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে দুই মাস ধরে সেখানে বিক্ষোভ করছে ক্ষমতাসীন দলের একটি অংশ।