• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬
ক্যাসিনোকাণ্ড

জামিন পেলেন জয় গোপাল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০৫:৩৭ পিএম
জামিন পেলেন জয় গোপাল

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয় গোপাল সরকারকে পাসপোর্ট জমা রাখার শর্তে চার মামলায় জামিন দিয়েছে হাই কোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এই রায় দেয়।

আদালতে জয় গোপালের পক্ষে আইনজীবী ছিলেন মো. কামরুল ইসলাম, আবদুর রহমান হাওলাদার ও মুনমুন নাহার।

অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী ছিলেন খুরশিদ আলম খান ও শাহীন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, “হাই কোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ।”

ক্যাসিনোকাণ্ডে জড়িত দুই ভাই এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার ১৬৪ জবানবন্দিতে জয় গোপালের নাম এলে গত বছর ১৪ জুলাই ঢাকার লালবাগ থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!