• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২, ১২:৩১ পিএম
জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বিজয় নগরে কালভার্ট রোড সংলগ্ন জামান টাওয়ারের ১২ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার।

মো. শাহজাহান শিকদার জানান, বেলা ১১টা ৪৮ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং ৪টি ইউনিট কাজ করে ১১টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

দুর্ঘটনায় কোনো ক্ষয়-ক্ষতির বিষয়ে এখনো জানায়নি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!