• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৪:২২ পিএম
ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁও কাচারীপাড়া এলাকার একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে রুমানা আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ মার্চ) ভোরের দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত রুমানার বাবা দ্বীন ইসলাম বলেন, “বাসার সবাই ঘুমে ছিলাম। ভোরে রুমানা সবার অগোচরে পাঁচতলার ছাদে যায়। পরে সে নিচে পড়ে গুরুতর আহত হয়। ছাদ থেকে লাফ দিয়েছে নাকি কেউ নিচে ফেলে দিয়েছে সেটা বুঝতে পারছি না। এত সকালে সে কেন ছাদে যাবে? আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার মেয়ে আর নেই।”

দ্বীন ইসলাম আরও বলেন, “আমরা সবুজবাগের দক্ষিণগাঁও কাচারীপাড়া এলাকার ১৫/২৬ নম্বর বাসায় থাকি। রুমানা আমাদের সঙ্গেই থাকত।”

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সবুজবাগ থানাকে জানানো হয়েছে।”

Link copied!