• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০৩:১৭ পিএম
ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর মিরপুর এলাকায় ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে হৃদয় মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয়ের বাবা আনোয়ার মিয়া বলেন, “সকাল ৭টার দিকে সে বাসার পাশে নবনির্মিত ইসলামিয়া হাই স্কুলের ছয় তলা ছাদে যায়। অসাবধানতাবশত সেখান থেকে হৃদয় নিচে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

আনোয়ার মিয়া আরও বলেন, “পরিবার নিয়ে মিরপুর-৬ এর ট-ব্লকের খাদিজা বেগমের বাসার ভাড়া থাকেন আনোয়ার মিয়া।

এ বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, “কিশোরের মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।”

Link copied!