• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

ছাত্রীকে ধর্ষণের হুমকি: চালক ও সহকারী রিমান্ডে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০৪:১৮ পিএম
ছাত্রীকে ধর্ষণের হুমকি: চালক ও সহকারী রিমান্ডে
ছবি: সংগৃহীত

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় ‘ঠিকানা’ পরিবহনের চালক মো. রুবেল ও তার সহকারী মো. মেহেদী হাসানের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২২ নভেম্বর) এই আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২১ নভেম্বর রাতে চকবাজার থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তরুণীর বাবা। এদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে রুবেল ও তার সহকারী মেহেদীকে গ্রেপ্তার করে র‌্যাব। গণমাধ্যমকে রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বাসে হাফ ভাড়া দেওয়ায় প্রকাশ্যে ওই শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগকারী বদরুন্নেসা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ওই ছাত্রীর অভিযোগ, ঠিকানা পরিবহনের বাসে হাফ ভাড়া দেওয়ায় ওই গাড়ির চালকের সহকারী বাস থেকে নামার সময় তাকে ধর্ষণের হুমকি দেয়। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!