• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোর আহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৬:০৩ পিএম
চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোর আহত
ছবি: সংগৃহীত

রাজধানীর গোপীবাগ বাজার এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক কিশোর গুরুতর আহত হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সোয়া ৪টায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

রোববার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত কিশোরকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যায়। সে এখন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। তার বয়স আনুমানিক ১৪ বছর।”

এলাকাবাসীর বরাত দিয়ে এসআই বলেন, “কিশোরটি চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যায়। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।”

Link copied!