রাজধানীর শান্তিনগর এলাকায় সাদিয়া (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। সে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত।
শনিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানান মৃত ঘোষণা করেন।
রোববার (১৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া।
মো. সালাউদ্দিন মিয়া বলেন, “নিহত সাদিয়া এ পরিবারের কাছে ছয়-সাত বছর ধরে ছিল। গতকাল (শনিবার) ওই পরিবারের সবাই নারায়ণগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে যান। রাত ১১টার দিকে তারা বাসায় ফিরে দরজায় নক করেন। ইন্টারকমে ফোন দিয়ে পাননি। পরে একটি ফাঁকা জায়গা দিয়ে তাকিয়ে তারা দেখেন ওই গৃহকর্মী ফ্যানের সঙ্গে ঝুলছে।”
ওসি আরও বলেন, “পরে পল্টন থানায় খবর দিলে একটি টিম ঘটনাস্থলে আমরা যায়। এ সময় ভেতরে ঢুকে মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।”
এছাড়া ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তখন যদি প্রতিবেদনে ধর্ষণ এবং হত্যার বিষয়টি উঠে আসে তবে মামলার ধারা পরিবর্তন হয়ে যাবে বলে জানান তিনি।
 
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    





























