• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

গুলশান-ধানমন্ডিতে অবৈধ দখলে থাকা জমি উদ্ধারের সুপারিশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০৫:২৭ পিএম
গুলশান-ধানমন্ডিতে অবৈধ দখলে থাকা জমি উদ্ধারের সুপারিশ

রাজধানীর ধানমন্ডি ও গুলশান এলাকায় অবৈধভাবে দখল করা জমি উদ্ধার করে সেখানে বহুতল ভবন নির্মাণের সুপারিশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। 

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

এ বিষয়ে কমিটির সদস্য মনোয়ার হোসেন চৌধুরী বলেন, “আমরা অবৈধ দখলে থাকা সরকারি জমিগুলো উদ্ধার করে সেখানে বহুতল ভবন করতে বলেছি।”

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন নিশ্চিতে বহুতল ভবন করার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি।

এছাড়া কমিটি চট্টগ্রামে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে এবং খালে আবর্জনা ফেলা বন্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য সুপারিশ করা হয়।

এছাড়া কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, নারায়ণ চন্দ্র চন্দ, বজলুল হক হারুন, মো. মনোয়ার হোসেন চৌধুরী। 

Link copied!