রাজধানীর শাহজাহানপুরে গাড়ির ধাক্কায় ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৫ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মিরাজুল ইসলাম শাওন (২৩)। তিনি শরীয়তপুরের পালং থানার সিরাজুল ইসলামের সন্তান। রাজধানীর সবুজবাগ থানার মায়াকানন এলাকায় থাকতেন তিনি।
শাওনের চাচা রাজা মিয়া জানান, শনিবার (২৫ জুন) রাতে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে সবুজবাগের বাসায় ফিরছিল শাওন। খিলগাঁও ফ্লাইওভারের শাহজাহানপুর ঢালে ওঠার পর দ্রুতগামী একটি গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। এ সময় শাওন গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।




































