• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

খোলা বাজারে ডলারের দাম ১১৯ টাকা ছাড়াল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২২, ০৫:১৬ পিএম
খোলা বাজারে ডলারের দাম ১১৯ টাকা ছাড়াল

দেশের বাজারে ডলারের দাম কেবল বাড়ছেই। এতে ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। বর্তমান প্রতি ডলারের দাম ১১৯ টাকা ছাড়িয়েছে।

বুধবার (১০ আগস্ট) খোলা বাজারে ডলার ব্যবসায়ী ও মানি এক্সচেঞ্জের কর্মীদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, এতোদিন যারা রাস্তায় ডলার কেনাবেচা করতেন, কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ভয়ে তারা সরাসরি কেনাবেচা করছেন না। এ ছাড়াও রাজধানীর বেশিরভাগ মানি এক্সচেঞ্জে নগদ ডলারের সংকট দেখা দিয়েছে। গ্রাহকরা বিক্রির চেয়ে কিনছেন বেশি।

এর আগে, মঙ্গলবার (৯ আগস্ট) প্রতি ডলারের দাম ছিল ১১৪ থেকে ১১৫ টাকা। 
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!