• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র করোনায় আক্রান্ত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০২:৪০ পিএম
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র করোনায় আক্রান্ত
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। মন্ত্রী এখন বাসায় অবস্থান করছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। 

খাদ্যমন্ত্রীর দপ্তর সূত্রে জানা যায়, হালকা ঠান্ডা লাগায় গত মঙ্গলবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন সাধন চন্দ্র মজুমদার। পরদিন বুধবার তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন হয় কৃষি মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে। সেই অধিবেশনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারও উপস্থিত ছিলেন।

Link copied!