• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

কিউকমের টাকা ফেরত পেলেন ২০ গ্রাহক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ০৩:০৫ পিএম
কিউকমের টাকা ফেরত পেলেন ২০ গ্রাহক
ছবি: সংগৃহীত

দেশি ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের অর্থ ফেরত পেয়েছেন ২০ জন গ্রাহক। ছয় হাজার ৭২১ জন গ্রাহকের ক্রয়াদেশের বিপরীতে এই প্রথম ২০ গ্রাহক আনুষ্ঠানিকভাবে তাদের অর্থ ফেরত পেলেন। 

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কিউকমের প্রতারিত এসব গ্রাহকদের অর্থ ফেরত দেয়া হয়েছে। এর মধ্য দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয় বলে জানা গেছে।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, “২০ জন গ্রাহককে ৪০ লাখ ২ হাজার ৪১৩ টাকা ফেরত দেওয়া হয়েছে। এর মধ্যদিয়ে ভোক্তাদের অর্থ ফেরতের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম।”

সিনিয়র সচিব বলেন, “এর আগে কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে বসেই সিদ্ধান্ত নিয়েছিলাম ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর একটি ইউনিক আইডি নাম্বার দেওয়া হবে এবং এটার রেজিস্ট্রেশন করতে হবে। ইতোমধ্যে এই কাজের শেষের দিকে আমরা। আশা করছি ১৫ দিনের মধ্যে এটা শুরু করতে পারবো।”

তপন কান্তি ঘোষ বলেন, “ফস্টার পেমেন্টের মাধ্যমে টাকা দেওয়ার বিষয় ছিল, তবে ফস্টারের বিরুদ্ধে সিআইডির অভিযোগ থাকায় এনওসি নিয়ে এসেছি। বাংলাদেশ ব্যাংকও এটি নিয়ে কাজ করেছে। আপাতত ৫৯ কোটি টাকার বিষয় নিয়ে কাজ হয়েছে, যেখানে ৬ হাজার ৭২১ জনের লেনদেনের বিষয় রয়েছে। এসব ক্রেতা পণ্য পাননি। তাদের ৫৯ কোটি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। আজ ২০ জনের অর্থ ফেরত দেওয়া হলো। বাকিদের টাকা ফেরতের জন্য আমরা কাজ করছি।”
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!