• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২, ২৮ জমাদিউস সানি ১৪৪৭

‘করোনা নিয়ন্ত্রণে থাকায় দেশের অর্থনীতি চাঙ্গা’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৪, ২০২২, ০৬:০৭ পিএম
‘করোনা নিয়ন্ত্রণে থাকায় দেশের অর্থনীতি চাঙ্গা’

করোনা নিয়ন্ত্রণে থাকায় দেশের অর্থনীতি চাঙ্গা আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, “পৃথিবীতে যে সমস্ত দেশের অর্থনীতি চাঙ্গা আছে বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। এখানে অর্থনীতি চালু আছে, জিডিপি ৬ শতাংশ আছে।

বুধবার (৪ মে) দুপুরে মা‌নিকগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে জেলাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  

করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি জানিয়ে জাহিদ মালেক বলেন, “টিকা গ্রহণ করেছি বিধায় আজ দেশে সাচ্ছন্দ্যের সঙ্গে আমরা ঈদ উদযাপন করতে পেরেছি। দেশে প্রায় ৯৮ শতাংশ মানুষকে করোনার টিকা দিতে আমরা সক্ষম হয়েছি। যা মোট জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশ।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “কোনো যাদুমন্ত্রের মাধ্যমে করোনার সংক্রমণ কমে আসেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আল্লাহর রহমতে আমরা আজ করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!