• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

কদমতলীতে দগ্ধ সাদেকের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ০৪:৪৭ পিএম
কদমতলীতে দগ্ধ সাদেকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে আগুনে দগ্ধ সাদেক খান (৫৫) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন।  তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

শনিবার (২৬ মার্চ) ভোরে তার মৃত্যু হয় বলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে কদমতলীর দক্ষিণ দনিয়া গোয়ালবাড়ী মোড় এলাকার ৫৩৫ নম্বর বাড়ির নিচতলায় অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে।

সাদেক খানের ছেলে আনন্দ হোসেন বলেন, ‍“আমরা ওই বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকি, বাসার পাশেই বাবা পান-বিড়ির দোকান করতেন। দোকানে দগ্ধ হয়ে তিনি মারা গেছেন।”

আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া সাদেক খানের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিটোনো পাড়া গ্রামে। তার চার ছেলে ও এক মেয়ে রয়েছে।

Link copied!