• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ওমিক্রন নিয়ে ভয়ের কিছু নেই : স্বাস্থ্য অধিদপ্তর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০২:৫৯ পিএম
ওমিক্রন নিয়ে ভয়ের কিছু নেই : স্বাস্থ্য অধিদপ্তর

করোনার দক্ষিণ আফ্রিকান ধরন ওমিক্রনে আক্রান্তরা সবাই সুস্থ আছেন। তাদের মধ্যে কারো কোনো জটিলতা নেই। অনেকেই আবার সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

রোববার (৯ জানুয়ারি) দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও মুখপাত্র ডা. নাজমুল ইসলাম।

ডা. নাজমুল ইসলাম বলেন, “ওমিক্রন বিভিন্ন দেশেই রোগী বাড়িয়ে দিয়েছে। ফলে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে যাচ্ছে। দেশেও রোগী বাড়ছে। তবে আশা করছি, আমরা এটিকে প্রতিহত করতে পারব।”

নাজমুল ইসলাম বলেন, “দেশে এই পর্যন্ত যারা ওমিক্রনে আক্রান্ত হয়েছে, শুনেছি তাদের সবাই প্রায় সুস্থ আছেন। এমনকি তাদের অনেকেই বাড়িও চলে গেছেন। সুতরাং ওমিক্রন নিয়ে ভয়ের কিছু নেই।”

এখন পর্যন্ত দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ২১ জন।

 

Link copied!