• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

এসএসসিতে ফেল করায় কিশোরের আত্মহত্যা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১, ০৯:৫৭ এএম
এসএসসিতে ফেল করায় কিশোরের আত্মহত্যা

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় পাস না করায় মো. রাশেদুল ইসলাম টিটু (১৭) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকায় এ ঘটনা ঘটে। 

টিটু ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। সে ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। 

পরিবার সূত্রে জানা যায়, টিটু পদার্থ বিজ্ঞানে অকৃতকার্য হয়। ফল জানা পর দুপুরে ঘরের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে রশি বেঁধে ফাঁস নেয়। পরে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। 

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Link copied!