• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

এরশাদ শিকদারের মেয়ের লাশ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৪, ২০২২, ০৬:৩৪ পিএম
এরশাদ শিকদারের মেয়ের লাশ উদ্ধার

জান্নাতুল নওরিন এশা (৩২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে রাজধানীর গুলশানের বাসা থেকে। এশা ফাঁসি কার্যকর হওয়া খুলনার সিরিয়াল কিলার এরশাদ শিকদারের মেয়ে।

শুক্রবার ভোরে পুলিশ এশাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এশার মামাতো ভাই রুশো বলেন, ‘আমার ফুফা মৃত এরশাদ শিকদার। তার দ্বিতীয় স্ত্রী শোভা আক্তারের মেয়ে এশা। বর্তমানে গুলশানের শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের নবম তলায় এশা আমার ফুফুর সঙ্গে থাকতেন।’

তিনি আরও বলেন, ‘এশা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে ফোনে প্রায়ই ঝগড়া হতো। বৃহস্পতিবার সন্ধ্যায়ও তাদের ঝগড়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সকালে এক তরুণীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি গুলশান থানায় জানানো হয়েছে। 
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!