বর্তমান তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিতর্কিত অডিও ফাঁস নিয়ে মন্তব্য করেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রতিমন্ত্রীর ভাইরাল কথোপকথনকে নারীর প্রতি অবমাননাকর বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (৬ ডিসেম্বর) রাতে নিজের ফেরিফায়েড ফেসবুক পেইজে মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তারানা হালিম এই কথা বলেন।
ফেসবুক পোস্টে তারানা হালিম লিখেছেন, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।'
ডা. মুরাদ হাসানকে উদ্দেশ্য করে তারানা হালিমআরও লিখেছেন, "মুরাদ হাসান আপনি কর্মক্ষেত্রে যা করেছেন তা conflict of interest। আপনি যে ভাষায় কথা বলেছেন তা বিকৃত রুচির, অশালীন, নারীর প্রতি অবমাননাকর। আপনি দলের ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। শাস্তি আপনার প্রাপ্য।"
"রাসুলে করিম (সা.) বলেছেন- ভালো মানুষ নারীকে সম্মান করে। তাই আপনি দোষী থাকবেন দুনিয়াতে ও আখেরাতে। আমরা যারা দলকে ভালোবাসি তারা জানি এই সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে কঠিন , কঠোর হতে হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যার কাছ থেকে এটাই আশা করি আমরা।"
সরকারপ্রধানকে উদ্দেশ্য করে তারানা হালিম আরও লিখেন, "ভবিষ্যতে সব লুটেরা, ঘুষখোর, লম্পটের বিরুদ্ধে আপনার এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকুক। এই দৃষ্টান্ত যেন সবার জন্য শিক্ষার কারণ হয়।"
রোববার (৫ ডিসেম্বর) মধ্যরাতে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে মুরাদ হাসানের আপত্তিকর ফোনালাপ ফাঁস হয়। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায় এটি।
এদিকে ভাইরাল হওয়া ফোনালাপটি সত্য বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইমন। তবে এটি দুই বছর আগের বলেও জানান এই অভিনেতা।