• ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২, ২১ মুহররম ১৪৪৬

তিন দিনে ৪৮ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক, কারণ কী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ১১:৩৯ এএম
তিন দিনে ৪৮ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক, কারণ কী
ডলার। ফাইল ফটো

বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরও ডলার কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। ডলারের দরপতন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক গত ৩ দিনে দুটি পৃথক নিলামে মোট ৪৮ দশমিক ৪ কোটি ডলার কিনেছে। প্রতি ডলারের মূল্য ১২১ দশমিক ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুসারে, দেশের মুদ্রাবাজারে মঙ্গলবার (১৫ জুলাই) ডলার সর্বোচ্চ ১২১ টাকা ৫০ পয়সায় বিক্রি হয় এবং সর্বনিম্ন ১২০ টাকা ৮০ পয়সায় কেনা হয়।  

সোমবার (১৪ জুলাই) ডলার বেচাকেনা হয় যথাক্রমে ১২০ দশমিক ১০ টাকা ও ১১৯ টাকা ৫০ পয়সায়। এদিন ডলারের গড় দাম ছিল ১২১ দশমিক ১১ টাকা।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “ক্রয় করা ডলার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ করা হবে।”

তথ্য : বাসস।

Link copied!