• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসছে ইসি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২, ১০:১০ এএম
ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসছে ইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজধানীর নির্বাচন কমিশন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন।

সোমবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজু জানান, ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন জ্যেষ্ঠ সাংবাদিকের উপস্থিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে ৬ এপ্রিল প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে সব বিতর্কের ঊর্ধ্বে উঠে নির্বাচন পরিচালনা ও রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনের পরামর্শ দেন প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। ওই বৈঠকে নির্বাচনে জেলা প্রশাসকদের পরিবর্তে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ এবং বিভাগ ভিত্তিক একাধিক দিনে নির্বাচন অনুষ্ঠানের সুপারিশও করা হয়।

এছাড়াও শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দুই দফায় সংলাপ করেছে ইসি। ইলেকট্রনিক ভোটিং মেশিনের সীমিত ব্যবহার, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের অধীনে রাখার পরামর্শ দেন তারা। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, নারী নেত্রীদের সঙ্গে পরবর্তী সময়ে আলোচনায় বসবে নির্বাচন কমিশন। এছাড়াও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গেও নির্বাচন নিয়ে বৈঠক করা হবে।

Link copied!