• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ইতালির উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছাড়ল জাহাজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৪:২৮ পিএম
ইতালির উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছাড়ল জাহাজ
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে ইতালির উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়েছে এমভি সোঙ্গা চিতা নামের জাহাজটি।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের তৈরি পোশাক খাতের পণ্য নিয়ে ইতালির রাভেনা বন্দরের  উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়েছে জাহাজ। 

এর আগে ৪ ফেব্রুয়ারি ইউরোপের ক্রেতাদের কেনা বাংলাদেশের গার্মেন্টস পণ্য নিতে সরাসরি ইতালি থেকে জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসে। এক হাজার ১০০ কনটেইনার রপ্তানি পণ্য নিয়ে দেশটির রাভেনা বন্দরে ফিরে যাওয়ার কথা ছিল জাহাজটির। ইউরোপের ক্রেতাদের কাছে গার্মেন্টসসামগ্রী পাঠাতে ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে দেড় মাসের বেশি সময় লাগে। এখন নতুন রুট চালু হওয়ায় মাত্র ১৬ দিনেই ইউরোপের ক্রেতাদের কাছে পৌঁছে যাবে এসব পণ্য।

শিপিং এজেন্টের তথ্য মতে, গত ৪ ফেব্রুয়ারি মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের বহিনােঙরে এবং পরদিন সকালে বন্দরের প্রধান জেটিতে ভিড়ে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এক হাজার ২০০ টিইউএস বহনক্ষমতার জাহাজটি।

করোনার স্থবিরতায় জাহাজসংকটসহ নানা জটিলতায় বাংলাদেশের উৎপাদিত গার্মেন্টস পণ্য বিদেশি ক্রেতাদের কাছে পাঠাতে চরম বেগ পেতে হয়। এ অবস্থায় ইউরোপীয় ক্রেতাদের জোট বাংলাদেশ থেকে পণ্য নিতে নিজেরাই জাহাজ পাঠাতে রাজি হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ, বন্দর সচিব মো. ওমর ফারুক, রিলায়েন্স শিপিংয়ের চেয়ারম্যান মো. রাশেদ প্রমুখ।

এর আগে ২০২১ সালের ২৩ ডিসেম্বর প্রথম পরীক্ষামূলকভাবে ইতালি থেকে চট্টগ্রামে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়। প্রথম যাত্রায় ইতালি থেকে শুধু খালি কনটেইনার আনা হয়েছিল। জাহাজটি আবার চট্টগ্রামে আসবে ১৫ মার্চ।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!