• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭
বুড়িগঙ্গায় নৌকাডুবি

আরো এক শিশুর মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ০৪:৩০ পিএম
আরো এক শিশুর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় শফিকুল (৭) নামে আরো এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় এখন পর্যন্ত মোট তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা ইয়াসমিন জানান, “বুড়িগঙ্গায় নৌকা ডুবির ঘটনায় আজ দুপুরে শফিকুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরো একজ‌ন। তার সন্ধানে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া ফায়ার সার্ভিস জানায়, আজ সকাল ৯টা ১৫ মিনিটে হুজুর ঘাটে নৌকাডুবির খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে ডুবুরি টিম শিশুসহ দুই জনের মরদেহ উদ্ধার করে। 

তারা হলেন- রেখা (২৯) ও সানজিদা (৮)।

এদিকে মারা যাওয়া ও নিখোঁজ সবাই একই পরিবারের সদস্য। তারা কেরানীগঞ্জের খোলামোড়া এলাকার বাসিন্দা বলে জানায় পুলিশ।

অন্যদিকে দুর্ঘটনায় মালবাহী নৌযান ও ৬ জন‌কে আটক করেছে পুলিশ। কেরানীগঞ্জের বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক আব্দুস সোবহান গণামাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!