• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আর কে টাওয়ারের আগুনে দগ্ধ ৩


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ০৩:৩৫ পিএম
আর কে টাওয়ারের আগুনে দগ্ধ ৩
ফাইল ছবি

রাজধানীর বাংলামোটরে আর কে টাওয়ারে আগুন লাগার ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন মো. মামুন (৩১), মো. মানিক (২০) ও তাফসীর (২৬)। এ ঘটনার পর তাদের দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বলেন, “দগ্ধদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে একজনকে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে মামুনের শরীরের ৩৪ শতাংশ, মানিকের ২ শতাংশ দগ্ধ ও তাফসীরের ৭ শতাংশ দগ্ধ হয়েছে।

এর আগে বেলা ১২টার দিকে ওই ভবনে আগুন লাগে।  খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, “বেলা ১২টার দিকে আগুনের খবর জানতে পারি। তখন বাংলামোটর এলাকার পাশেই একটি টহল টিম ছিল। প্রথমে সেই ইউনিটটি ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখা যায়, ১০তলা ভবনের ষষ্ঠতলায় আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!