• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

আনসারুল্লাহ বাংলা টিমের পলাতক আসামি গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০৩:০৯ পিএম
আনসারুল্লাহ বাংলা টিমের পলাতক আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

দেশের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম মো. আকরামুজ্জামান ওরফে আবু আসেম আল মেহেদী (২১)। তিনি সন্ত্রাসবিরোধী আইনে এজাহারভুক্ত পলাতক আসামি।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের পুলিশ সুপার (এসপি) মো. আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এসপি মো. আসলাম খান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনে এজাহারভুক্ত পলাতক আসামি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য আকরামুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।”

এসপি আরো বলেন, “গ্রেপ্তার আকরামুজ্জামান গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে উগ্রবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট ও বক্তব্য দিয়ে আসছিলেন। তাছাড়া নিজেদের মতবাদ প্রচারের মাধ্যমে অনলাইনে ‘আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি)’ পক্ষে সদস্য সংগ্রহের কাজ করে আসছিলেন। এছাড়াও আকরামুজ্জান উগ্রবাদী বিভিন্ন বই ও বক্তৃতা অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিলেন “

আকরামুজ্জামান রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া আশরাফিয়া আরাবিয়া মাদরাসা থেকে দাওরাহ্ পাস করেছেন। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয় বলেও জানান এসপি।

Link copied!