• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

আদি বুড়িগঙ্গা উদ্ধারে ফের উচ্ছেদ অভিযান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১, ০৩:৪৭ পিএম
আদি বুড়িগঙ্গা উদ্ধারে ফের উচ্ছেদ অভিযান

দখল হওয়া আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধারে আবারও উচ্ছেদ অভিযানে নেমেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

রোববার (২৪ অক্টোবর) সকাল ১০টায় কামরাঙ্গীর চরের কালুনগড় মৌজা এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। উদ্ধার অভিযান পরিচালনা করেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এবং ঢাকা নদীবন্দর কর্মকর্তা গুলজার আলী।

সরেজমিন গিয়ে দেখা যায়, সকাল ১০টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। অভিযানের বিষয়টি আগে থেকেই এলাকাবাসীকে অবগত করা হয়।   আদি বুড়িগঙ্গা দখল করে থাকা বেশ কিছু বহুতল ভবন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। 

জানা যায়, এর আগে ২০১৯ সালের ২৯ জানুয়ারি বুড়িগঙ্গা, তুরাগ, বালুনদী এবং শীতলক্ষ্যা উদ্ধারে উচ্ছেদ অভিযানে নামে বিআইডব্লিউটিএ। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ-র এই উচ্ছেদ অভিযানে এক বছরেরও বেশি সময়ে সাড়ে ৭ হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!