• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আজ হাফ ভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ০৮:১১ এএম
আজ হাফ ভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

রাজধানী ঢাকায় বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে যাচ্ছে। এই বিষয়ে সংবাদ সম্মেলন করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার।

সামদানী খন্দকার জানান, সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরে বাসে হাফ ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ এই সময় উপস্থিত থাকবেন।

শনিবার (২৭ নভেম্বর) গণপরিবহনে অর্ধেক ভাড়া (হাফ পাস) চালু নিয়ে মালিকদের সঙ্গে সড়ক পরিবহন কর্তৃপক্ষের দ্বিতীয় দিনের বৈঠক হয়। বৈঠকে বাস মালিকরা উল্টো ভর্তুকি দাবি করেন।

বাস মালিকরা জানান, সরকার বেসরকারি বাসে ভর্তুকি দেয় না। তাই ভাড়া কম নেওয়ার সুযোগ নেই। রাজধানীতে যানজটের কারণে ট্রিপের সংখ্যাও কমেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গাড়ির যন্ত্রাংশের দাম বৃদ্ধি পেয়েছে। হাফ ভাড়ায় লোকসান গুনতে হবে।

এদিকে রাজধানীর রামপুরা এলাকায় সোমবার রাতে মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নামের আরও এক শিক্ষার্থী বাস চাপায় নিহত হন। বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী সড়ক অবরোধ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং আটটি বাসে আগুন দেয়।
 

Link copied!