• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আগামী ৫ দিন হবে বৃষ্টি, বাড়বে শৈত্যপ্রবাহ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০১:০১ পিএম
আগামী ৫ দিন হবে বৃষ্টি, বাড়বে শৈত্যপ্রবাহ

আবারও বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৯ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট ও এর উত্তর-পূর্বাঞ্চল হয়ে সারা দেশেই ২৫ জানুয়ারি পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে শৈত্যপ্রবাহ বাড়বে।

আবহাওয়া অধিদপ্তর জানান, সিলেট বিভাগেই বেশি বৃষ্টি হবে। সারা দেশে ২৩ থেকে ২৫ জানুয়ারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকবে।

এদিকে বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

Link copied!