• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০৪:৩০ পিএম
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার
ছবি: সংগৃহীত

দেশে আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং ১২টি পৌরসভায় সাধারণ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির চিঠি অনুযায়ী, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা বুধবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সেদিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠি থেকে সোমবার (২২ নভেম্বর) এ তথ্য পাওয়া গেছে। চিঠিটি আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের কাছে দেওয়া হয়েছে।

এছাড়া প্রধান নির্বাচন কমিশনার সভায় সভাপতিত্ব করবেন। এছাড়া অন্য নির্বাচন কমিশনাররা সভায় উপস্থিত থাকবেন।

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে দেশের ১ হাজার সাতটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে দেশের ১০টি পৌরসভায়ও ভোট হবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!