• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অজ্ঞান পার্টির খপ্পরে এবার ডিপিডিসির কর্মচারী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৫:৫০ পিএম
অজ্ঞান পার্টির খপ্পরে এবার ডিপিডিসির কর্মচারী
প্রতীকী ছবি

রাজধানীর গুলিস্তানে দোয়েল পরিবহনের একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কর্মচারী। তার নাম মো. দাইয়ান (৫০)।

রোববার (৫ ডিসেম্বর) বিকেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

দাইয়ানের মামা কবির হোসেন বলেন, “আমার ভাগিনা লালবাগে ডিপিডিসি অফিসে চাকরি করে। সকালে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা এলাকা থেকে দোয়েল পরিবহনে উঠে। পরে বাসেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সে। গুলিস্তান এসে বাসের হেলপার তার মোবাইল থেকে আমাকে ফোন দিয়ে বিষয়টি জানায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।”

কবির হোসেন আরো বলেন, “চিকিৎসক তাকে মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেছেন। তবে দাইয়ানের কাছে কত টাকা ছিল, সেটা জানতে পারিনি। তার জ্ঞান ফিরলেই বিষয়টি জানা যাবে।”

এ বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, “গুলিস্তান থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক ব্যক্তিকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেছেন।”

Link copied!