• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ০৯:১১ পিএম
অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি

রাজধানীর ডেমরা থানাধীন পূর্ব বক্সনগর এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। 

পরে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

রোববার (২৬ ডিসেম্বর) দুপুরের দিকে মরদেহ উদ্ধার করা হয়। 

এ বিষয়ে ডেমরা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আওয়াল বলেন, “আমরা খবর পেয়ে ডেমরার পুর্ব বক্সনগর এলাকা থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে বিকেল সাড়ে চারটার দিকে পাঠানো হয়েছে।”

এসআই আরও বলেন, “ এ সময় নিহতের গলা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। রাতে কে বা কারা ওই যুবককে হত্যা করে ফেলে রেখে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে যায়।”

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

Link copied!