১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। আসার পর থেকে গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় অবস্থান করছেন তিনি। এর মধ্যে ধানমন্ডিতে বাবার বাড়ি মাহবুব ভবনেও যাওয়া-আসা করছেন তিনি।
শুক্রবার (৯ মে) ধানমন্ডির একটি মসজিদে জুমার নামাজ আদায় করলেন জুবাইদা রহমান।
এদিন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের ফেসবুক পেজে জুবাইদা রহমানের কিছু ছবি পোস্ট করে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে তিনি জানান, ধানমন্ডির ৭ নম্বর মসজিদে জুমার নামাজ আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান।
এ সময় তার সঙ্গে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, তার স্ত্রী ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ অনেকে উপস্থিত ছিলেন।