• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

ঈদে গ্রামে গেলে স্বর্ণালঙ্কার কোথায় রাখবেন, জানালেন আইজিপি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ০৩:০৮ পিএম
ঈদে গ্রামে গেলে স্বর্ণালঙ্কার কোথায় রাখবেন, জানালেন আইজিপি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছেন লোকজন। ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার আগে মূল্যবান স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা আত্মীয়-স্বজনদের বাড়িতে রেখে যেতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদযাত্রা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ঈদে ফাঁকা ঢাকায় অপরাধীরা অপরাধ সংগঠনের চেষ্টা করে জানিয়ে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, “অনেক সময় নাগরিকরা তাদের মূল্যবান স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা ঘরে রেখে দরজা তালা মেরে চলে যান। এই সুযোগে অপরাধীরা খবর পেয়ে অপরাধ সংগঠনের চেষ্টা করে থাকেন। এ জন্য মূল্যবান সামগ্রী আস্থাভাজন আত্মীয়-স্বজনের কাছে রেখে যাবেন।”  

আইজিপি বলেন, “লঞ্চের যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, এখনো ঘরে ফেরা মানুষের ভিড় বা চাপ পুরোমাত্রায় শুরু হয়নি। পদ্মা সেতু হওয়ার কারণে নৌপথে চাপ একটু কমেছে। তারপরও এই চাপ আরও বাড়বে।”  

এছাড়া কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা নিজ নিজ ব্যবস্থাপনায় করে যাওয়ারও অনুরোধ জানান আইজিপি।

Link copied!