• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

পদত্যাগ প্রশ্নে যা বললেন ওবায়দুল কাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২, ২০২৪, ০৪:৪৪ পিএম
পদত্যাগ প্রশ্নে যা বললেন ওবায়দুল কাদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নয় দফায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগের দাবি করা হয়েছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের সরাসরি কোনো উত্তর দেননি। তবে তিনি জানিয়েছেন, বিষয়টি তদন্ত হচ্ছে।

শুক্রবার (২ আগস্ট) সকালে আওয়ামী লীগ সভাপতির রাজধানীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ক এক প্রশ্নের মুখোমুখি হন তিনি।

আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির একটি  ‘ছাত্র হত্যার দায় নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ নিজ মন্ত্রণালয় ও দল থেকে পদত্যাগ করতে হবে।’

সংবাদ সম্মেলনে একজন গণমাধ্যমকর্মী প্রশ্ন করেন, শিক্ষার্থীদের প্রধান দাবি কোটা সংস্কারের। সেটা সরকার মেনে নিয়েছে। এখন তারা ৯ দফা দাবি দিয়েছে। এ ৯ দফার মধ্যে আপনার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ বেশ কয়েকটা দাবি আছে৷ এ দাবির ব্যাপারে আপনারা কী ভাবছেন?

উত্তরে ওবায়দুল কাদের বলেন, “দেখুন, আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি আজকেও বলেছি, সরকার অলরেডি বিচার বিভাগীর তদন্ত কমিশন গঠন করেছে৷ এতে তিনজন বিচারপতি, জাতিসংঘসহ যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে, আমরা তাদেরও স্বাগত জানিয়েছি। তদন্তকাজে তারাও অংশ নিতে পারে৷”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “এখন কে অপরাধী, কে অপরাধী নয়, প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধপরিকর। সেটাও ওই যে তদন্ত কমিশন তার কার্যপরিধির আওতার মধ্যে পড়ে। কাজেই এ বিষয়টি সেখানেই থাকবে, সেখানেই সিদ্ধান্ত হবে।”

ডিবি কার্যালয়ে থেকে ফিরে কোটা সংস্কার আন্দোলনের ছয়জন সমন্বয়ক ফের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এ ব্যাপারে সরকার তাদের সঙ্গে কোনো আলোচনা করবে কি না? 

সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার কোনো সিদ্ধান্ত নিলে আপনাদের জানিয়ে দেওয়া হবে।’

Link copied!