• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

৩ হাজার গ্রাহকের সংযোগ কাটছে তিতাস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ১২:২৩ পিএম
৩ হাজার গ্রাহকের সংযোগ কাটছে তিতাস

দীর্ঘদিন ধরে বিল বকেয়া থাকায় রাজধানীর তিন হাজার আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে বিতরণ সংস্থা তিতাস।

সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এই অভিযান শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে  তিতাসের রাজস্ব শাখার জিএম রশিদুল আলম গণমাধ্যমকে জানান, ৪২টি দলে ভাগ হয়ে সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালানো হচ্ছে। এক দিনে সব সংযোগ বিচ্ছিন্ন করতে না পারলে অভিযান দ্বিতীয় দিনে গড়াবে।

বকেয়া পরিশোধ করলে আবার সংযোগ দেওয়া হবে বলেও জানান তিতাসের এই কর্মকর্তা।

ঢাকার রামপুরা ব্রিজ থেকে উত্তরা এবং কারওয়ান বাজার থেকে সাতারকুল পর্যন্ত এলাকা তিতাসের কুড়িল কার্যালয়ের আওতায় পড়েছে। এসব এলাকার প্রায় তিন হাজার আবাসিক গ্রাহকের বিল বকেয়া রয়েছে, যা দীর্ঘদিন তাগাদা দেওয়ার পরও তারা পরিশোধ করছেন না। তাই পূর্বঘোষণা অনুযায়ী এসব সংযোগ বিচ্ছিন্ন করতে নেমেছে তিতাস কর্তৃপক্ষ।

Link copied!