• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেন আরও তিনজন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৪, ২০২৪, ০৩:২৫ পিএম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেন আরও তিনজন
বিএনপির লোগো। ছবি : সংবাদ প্রকাশ গ্রাফিক্স

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হয়েছেন আরও তিনজন। এছাড়াও ১৭ জনকে বিদেশবিষয়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এতে বলা হয়, ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি গঠিত ‘বৈদেশিক’ সম্পর্ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। চলতি বছরের গত ১৫ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি গঠিত হয়। এই কমিটির সদস্যদের মধ্যে যথাক্রমে হুমায়ুন কবির (আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক), সিরাজুল ইসলাম (সাবেক রাষ্ট্রদূত) ও তাসভিরুল ইসলামকে (সভাপতি, কুড়িগ্রাম জেলা বিএনপি) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে পদমর্যাদা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এছাড়াও স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটিতে আরও ১৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তারা হলেন, আশরাফ উদ্দিন (সাবেক রাষ্ট্রদূত, ক্যানাডা), ড. এনামুল হক চৌধুরী (সিলেট), এ এন এম ওহিদ আহমেদ (সাবেক ডেপুটি মেয়র, টাওয়ার হ্যামলেটস), আনোয়ার হোসেন খোকন (আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, বিএনপি), রাশেদুল হক (আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, বিএনপি), নাহিদ খান (সহ-আন্তর্জাকিবিষয়ক সম্পাদক, বিএনপি), ড. তোফাজ্জল হোসেন তপু (জাপান), হাফিজ খান সোহেল (ওয়াশিংটন), এ এস এম জি শাহ ফরিদ (পেনসিলভেনিয়া), বদরুল ইসলাম শিপলু (ক্যালিফোর্নিয়া), ডলি (উধষর) নাসির (ইতালি), গোলাম ফারুক শাহিন (নিউ ইয়র্ক), শফিক দেওয়ান (জার্মানি), ড. শামীম পারভেজ (জার্মানি), হাজী হাবিব (ফ্রান্স), কবির আহমেদ (আয়ারল্যান্ড) ও মো. নায়েমুল বাসির (অস্ট্রিয়া)।

Link copied!