• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

বিএনপির তিন নেতা বহিষ্কার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩, ০৮:২১ পিএম
বিএনপির তিন নেতা বহিষ্কার
সংবাদ প্রকাশ গ্রাফিক্স

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ থাকায় শেরপুরের শ্রীবরদীরের তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

শনিবার (৩০ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বহিষ্কৃতরা হলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও শ্রীবরদীর তাঁতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া, সদস্য ও কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান নুন ও ভেলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল করিম।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে। দলের নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নিয়ে বিভিন্ন সভা সমাবেশে প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করছেন ওইসব নেতারা। এছাড়া দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই তিন নেতাকে বহিষ্কার করা হয়।

Link copied!