• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন যারা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৪, ০৮:০৯ এএম
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন যারা
ফাইল ছবি

মন্ত্রিসভা গঠন শেষে এবার নতুন করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে ছয়জনকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত উপদেষ্টারা হলেন ড. মশিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক ই এলাহী চৌধুরী, সালমান ফজলুর রহমান, কামাল আবদুল নাসের চৌধুরী ও মেজর জেনারেল অব. তারিক আহমেদ সিদ্দিক।

প্রধানমন্ত্রীর এই ৬ উপদেষ্টার মধ্যে ৫ জন সরকারের আগের মেয়াদেও এই দায়িত্বে ছিলেন। নতুন যুক্ত হয়েছেন সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।

এর আগে মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে আগের মন্ত্রিসভা যেহেতু ভেঙে গেছে সেহেতু প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মেয়াদও শেষ হয়েছে। ফলে শপথ নেওয়ার পর আবার নতুন করে উপদেষ্টারা নিয়োগ দেওয়া হচ্ছে।

নিয়োগ পাওয়া উপদেষ্টারা মন্ত্রী পদমর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন বলে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

Link copied!