• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে : রাষ্ট্রপতি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৫, ২০২৩, ০৩:৫৯ পিএম
দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে : রাষ্ট্রপতি

দেশ এখন উন্নয়ন ও অগ্রগতির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, “উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে জ্ঞান-বিজ্ঞানে নতুন নতুন উদ্ভাবনের বিকল্প নেই।”

বৃহস্পতিবার (১৫ জুন) বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, “সরকারের ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতা এ বিষয়ে ইতিবাচক অবদান রেখেছে।”

এসময় উপাচার্য আখতারুজ্জামান রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমসহ সার্বিক কার্যক্রম অবহিত করেন।

এছাড়াও লস এবং রিকভারি প্লানের আওতায় পরীক্ষা ও ক্লাস সূচি পুনর্নির্ধারণের মাধ্যমে দীর্ঘ করোনার সময় সৃষ্ট সেশনজট ইতোমধ্যেই মুক্ত করা হয়েছে বলে রাষ্ট্রপতিকে জানান আখতারুজ্জামান।

Link copied!