• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

ত্রিশ সালের মধ্যে ৬টি মেট্রো লাইনের কাজ শেষ হবে : কাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৩, ০৭:০৮ পিএম
ত্রিশ সালের মধ্যে ৬টি মেট্রো লাইনের কাজ শেষ হবে : কাদের
ফাইল ছবি

২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রো লাইনের কাজ সম্পাদন করবে সরকার, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

তিনি বলেছেন, মেট্রোরেল এমআরটি ৬ এর পর আরো ৫ লাইন এরপর পাতাল রেল আছে সেগুলোর কাজ সম্পন্ন হবে।

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল এর পরীক্ষা মূলক যাত্রা শুরু হলো আজ।

অক্টোবরে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল লাইনটি উদ্বোধন করবেন শেখ হাসিনা।

জানা যায়, দৈনিক ৭০ হাজার দেশি-বিদেশি যাত্রী মেট্রোরেল এ যাত্রা করছে। পর্যায়ক্রমে এটা বাড়বে। ঢাকাবাসী উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নিরাপদ ও দ্রুত যাতায়াত করতে পারবে।

দেশের উন্নয়নে রাজনীতি নয়। তিনি বলেন, দেশের উন্নয়ন শুধু মুখে বলে নয়, কাজেও প্রমান করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।

Link copied!