• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

২৬ দিনে রেমিট্যান্স এলো ১৭৬ কোটি ডলার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৪, ০৫:৪৬ পিএম
২৬ দিনে রেমিট্যান্স এলো ১৭৬ কোটি ডলার
ডলার। ফাইল ফটো

চলতি মাসের প্রথম ২৬ দিনে দেশে এসেছে ১৭৬ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৯ হাজার ৪৪০ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)। এই হিসাবে প্রতিদিন গড়ে এসেছে ৬ কোটি ৭৯ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (২৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি মাসের ২৬ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৩ কোটি ৩৭ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৫৭ কোটি ৯৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, ২০-২৬ জানুয়ারি দেশে রেমিট্যান্স এসেছে ৪০ কোটি ৩২ লাখ মার্কিন ডলার। ১৩-১৯ জানুয়ারি পর্যন্ত এসেছে ৪৪ কোটি ৮২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এছাড়া ৬-১২ জানুয়ারি এসেছে ৫৪ কোটি ৫০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। আর জানুয়ারির প্রথম ৫ দিনে ৩৭ কোটি ৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার এসেছে।

এর আগে, ২০২৩ সালের শেষ মাস ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৯ কোটি ডলার রেমিট্যান্স। তার আগের বছর ২০২২ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৭০ কোটি ডলার। অর্থাৎ আগের বছরের একই মাসের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ২৯ কোটি ডলার।

Link copied!