• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ট্রাকের কাছে ত্রাণ প্রতিমন্ত্রীর হার


সাভার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৪, ০১:২৭ এএম
ট্রাকের কাছে ত্রাণ প্রতিমন্ত্রীর হার
ডা. এনামুর রহমান (বামে) ও মুহাম্মদ সাইফুল ইসলাম। ফাইল ছবি

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে দ্বাদশ জাতীয় নির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের কাছে হেরেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

সোমবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সাভার উপজেলা অডিটিয়াল কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার ফেরদৌস ওয়াহিদ বেসরকারিভাবে এ ফলাফল প্রকাশ করেন।

ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম পেয়েছেন ৮৪ হাজার ৪১২ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  ঈগল প্রতীকের তালুকদার মো. তৌহিদ জং (মুরাদ) পেয়েছেন ৭৬ হাজার ২০২ ভোট। অন্যদিকে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৩৬১ ভোট।

দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৫৬ হাজার ৪১৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ৪৬৮ এবং নারী ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৯৩৫। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন। এবারের নির্বাচনে ২৯২টি কেন্দ্রে ২ লাখ ২২ হাজার ৬৫০ জন ভোটার ভোট অধিকার প্রয়োগ করেছেন। 

Link copied!