• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

ঈদের ছুটি বাড়ানোর সুপারিশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৩, ২০২৩, ০৭:৪১ পিএম
ঈদের ছুটি বাড়ানোর সুপারিশ

পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে ২৭ জুন থেকে (৪ দিন) করার সুপারিশ করেছে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি।

মঙ্গলবার (১৩ জুন) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে এই সুপারিশের কথা সাংবাদিকদের জানান কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রিসভা এই সুপারিশ অনুমোদন দিলে ঈদের ছুটি হবে ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। এই ছুটির পরদিনই ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটির দিন। ফলে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সুপারিশ গ্রহণ করা হলে এবারের ঈদের ছুটি হবে বাস্তবে পাঁচ দিন। গত ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।

আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। তবে ঈদের দিনটি নির্ভর করছে চাঁদ দেখার ওপর। হিজরি বর্ষপঞ্জি অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়।

পূর্ব ঘোষিত সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২৮ থেকে ৩০ জুন ঈদুল আজহার ছুটি আছে (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। এখন আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি ২৭ জুন থেকে এই ছুটি ঘোষণার সুপারিশ করেছে।

Link copied!